এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,০৩ মার্চ : আজ শুক্রবার আগরতলার রাজভবনে ত্রিপুরার রাজ্যপাল এসএন আর্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মানিক সাহা । পাশাপাশি নতুন সরকার গঠনের দাবিও জানিয়ে এসেছেন । জানা গেছে, আগামী ৮ মার্চ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি । সংবাদ মাধ্যমের কাছে বিদায়ী মুখ্যমন্ত্রী বলেছেন,আমি গভর্নরের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি । তিনি আমাকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান সম্ভবত ৮ মার্চ অনুষ্ঠিত হতে পারে ।
বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে । ৬০ সদস্য বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় ৩৩ টি আসন জিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি-আইপিএফটি জোট । ত্রিপুরার রাজ পরিবারের বংশোদ্ভূত প্রদ্যোত দেববর্মার টিপরা পার্টি তার প্রথম নির্বাচনে ১৩ টি আসন পেয়েছে । অন্যদিকে বাম-কংগ্রেস জোট ১৪ টি আসন ধরে রাখতে সক্ষম হয়েছে । তৃণমূল কংগ্রেস (টিএমসি) ত্রিপুরায় প্রতিদ্বন্দ্বিতা করা ২৮ টি আসনের একটিতেও জিততে পারেনি ।।