এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৩ মার্চ : ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ল কর্ণাটকের দাভাঙ্গেরের চান্নাগিরির বিজেপি বিধায়ক তথা কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেডের (কেএসডিএল) চেয়ারম্যান মাদল বিরুপাক্ষপ্পা’র ছেলে প্রশান্ত মাদল । বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রিসেন্ট রোডে তার ব্যক্তিগত অফিসে একজন ঠিকাদারের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে লোকায়ুক্ত পুলিশ । মাদল বিরূপাক্ষপ্পা এবং তার ছেলে প্রশান্ত মাদলের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে ।
পুলিশ সূত্রে খবর,কেএসডিএল-এর কাঁচামাল সংগ্রহের দরপত্র পাইয়ে দেওয়ার নামে ৮১ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়েছে বলে জনৈক এক ঠিকাদার পুলিশের কাছ থেকে একটি অভিযোগ জানিয়েছিল । এরপর প্রশান্ত মাদলকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতে লোকায়ুক্ত পুলিশ ।বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রিসেন্ট রোডে বিধায়কের অফিসে গিয়ে অভিযোগকারীকে ৪০ লক্ষ টাকা অগ্রিম দিতে বলা হয় । আর সেই টাকা নেওয়ার সময় পুলিশ প্রশান্তকে হাতেনাতে ধরে ফেলে । শুক্রবার সকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে বিধায়কের ছেলের বাড়ি ও অফিস থেকে নগদ ৬ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয় । নগদ টাকা ছাড়াও সোনা-রূপা মজুত করে রাখা আছে কিনা তা জানতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
এদিন সকালে ধৃত প্রশান্তকে লোকায়ুক্ত আদালতে তোলা হয় । তাকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে । প্রশান্ত মাদলের পাশাপাশি তার আত্মীয় সিদ্দেশ, হিসাবরক্ষক সুরেন্দ্র, টাকা দিতে আসা নিকোলাস, গঙ্গাধরকেও বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে ।।