এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ মার্চ : এবারের ত্রিপুরার বিধানসভার নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার দেখে অনেকে চমকে গেছেন । গোটা রাজ্যে ১ শতাংশেরও কম ভোট পেয়েছে তৃণমূল। গত দু’টি বিধানসভা ভোটে প্রার্থী দেওয়া তৃণমূল ২০২১ সালের নভেম্বর থেকে ত্রিপুরায় মনোনিবেশ করেছে। ত্রিপুরার পৌরভোটে আগরতলায় প্রাপ্ত ভোটের শতাংশের হারে বাম দলগুলোকে পেছনে ফেলে দিয়েছিল তারা। সেই তৃণমূল এবারের বিধানসভা ভোট গোটা রাজ্যে ১ শতাংশেরও কম । তৃণমূলের প্রাপ্ত ভোট. ৮৯ শতাংশ । যেখানে নোটায় ভোট পড়েছে ১.৩৬ শতাংশ ।
ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের এই বেহাল অবস্থা দেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুক পেজে খোঁচা দিয়ে লিখেছেন,’মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে নোটার কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হল সর্বভারতীয় তোলামুল পার্টি ।’
অন্যদিকে প্রত্যাশা মত ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি ও আইপিএফটি জোট। তাদের মোট প্রাপ্ত আসনের সংখ্যা ৩৩। সরকার গড়তে ৩১টি আসনের দরকার ছিল। এনডিএ জোট তার চেয়েও দু’টি আসন বেশি পেয়েছে । বিজেপির ভোট পেয়েছে ৩৯.১০ শতাংশ ।।