এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ ফেব্রুয়ারী : গ্রেফতার হওয়ার দীর্ঘ ৪০ দিন পর অবশেষে জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ।বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট । ভাঙরে আইএসএফ-এর পতাকা তোলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঝামেলার সূত্রপাত । তৃণমূলের বিরুদ্ধে বিধায়কের গাড়ি ভাঙচুর সহ দলীয় পতাকা টাঙাতে না দেওয়ার অভিযোগ তুলেছিল আইএসএফ । তারই জেরে ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী । আর তা নিয়ে হুলুস্থুল কান্ড বেধে যায় । পুলিশের উপর আক্রমনের প্ররোচনা দেওয়ার অভিযোগে গত ২১ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল আইএসএফ বিধায়ককে ।
যদিও এদিন সেই অভিযোগের প্রমান রাজ্যের তরফ থেকে আদালতে পেশ করা হয়নি বলে খবর ।
আদালত সূত্রে জানা গেছে,বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নওশাদের ভাষণের ভিডিও দেখেছিলেন । নওশাদের বিরুদ্ধে পুলিশের অভিযোগের প্রমাণ চেয়েছিল মহামান্য আদালত । বৃহস্পতিবার আদালতে প্রমান পেশ করার কথা ছিল । তবে তা দিতে না পারায় এদিন নওশাদ সিদ্দিকীর জামিন মঞ্জুর করা হয় ।।