এইদিন ওয়েবডেস্ক,এথেন্স,০২ ফেব্রুয়ারী : গ্রিসে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে । মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী ২০২৩) গভীর রাতে গ্রিসের রাজধানী এথেন্সে এই দূর্ঘটনাটি ঘটে । মিডিয়া রিপোর্টে জানা গেছে, যাত্রীবাহী ট্রেনটি এথেন্স থেকে থেসালোনিকি যাচ্ছিল । ট্রেনটিতে তখন প্রায় ৩৫০ জন যাত্রী ছিল । যাদের মধ্যে অনেক ছাত্র ছিল । তারা কার্নিভাল উদযাপন শেষে বাড়ি ফিরেছিল। কিন্তু এথেন্সের ৩৮০ কিলোমিটার (২৩৫ মাইল) উত্তরে টেম্পের উপত্যকার কাছে একই লাইনে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের (লরিসা) সাথে যাত্রীবাহী ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ হয় । যাত্রীবাহী ট্রেনের প্রথম চারটি ওয়াগন ট্রেন থেকে আলাদা হয়ে যায় এবং দুটি ওয়াগন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় । বুধবার গভীর রাত পর্যন্ত বেঁচে থাকা যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়। এই ঘটনার পর লারিসা শহরে ট্রেনের শেষ স্টপের স্টেশনমাস্টারকে আটক করেছে কর্তৃপক্ষ। যদিও ধৃতের নাম বা গ্রেপ্তারের কারণ প্রকাশ করা হয়নি । তবে স্টেশনমাস্টার সেই ট্র্যাকের প্রসারিত রেল ট্র্যাফিকের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে । বৃহস্পতিবার তাকে প্রসিকিউটরের সামনে হাজির করানোর হবে ।
এদিকে এই ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন গ্রিসের পরিবহন মন্ত্রী কোস্টাস কারামানলিস । তিনি জানিয়েছেন অন্যায়ভাবে মারা যাওয়া লোকদের স্মৃতির প্রতি শ্রদ্ধার জানাতেই তিনি পদত্যাগ করছেন । কারামানলিস বলেছিলেন যে তিনি “একবিংশ শতাব্দীর উপযোগী নয় এমন একটি রাজ্যে” রেলওয়ে ব্যবস্থার উন্নতির জন্য তিনি “সকল প্রচেষ্টা” করেছিলেন ।।