এইদিন ওয়েবডেস্ক,সিডনি,০২ মার্চ : অস্ট্রেলিয়ার সিডনিতে রেলস্টেশনের ঝাড়ুদারের উপর ছুরি দিয়ে হামলাকারী ৩২ বছরের ভারতীয় যুবককে গুলি করে মারলো অস্ট্রেলিয়ার পুলিশ । নিহত যুবকের নাম মোহাম্মদ রহমতুল্লাহ সৈয়দ আহমেদ (Mohamed Rahmathullah Syed Ahmed) । সে তামিলনাড়ুর বাসিন্দা ছিল । পুলিশকে উদ্ধৃত করে দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে,মঙ্গলবার বেলা ১২.০৩ নাগাদ সিডনির পশ্চিমে অবার্ন (Auburn) রেলস্টেশনে কর্মরত ২৮ বছর বয়সী এক ঝাড়ুদারের উপর হামলা চালায় সৈয়দ আহমেদ । তাকে দু’বার ছুরিকাঘাত করে । ঝাড়ুদারকে আক্রমণ করার প্রায় পাঁচ মিনিট পরে অবার্ন থানায় হামলা চালাতে যায় তামিলনাড়ুর ওই যুবক ।
জানা গেছে,সৈয়দ থানার গেটে পৌঁছানোর আগেই হামলার খবর পেয়ে যায় পুলিশ । খবর পেতেই অবার্ন থানার দুই পুলিশকর্মী রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল । পুলিশ সদস্যদের মধ্যে একজন মহিলা অফিসারও ছিলেন । কিন্তু পুলিশ সদস্যরা থানার গেট খুলে দিলেই সৈয়দ রহমতুল্লাহ ছুরি হাতে ভেতরে ঢুকে পড়ে । সৈয়দকে আটকানোর চেষ্টা করেন মহিলা পুলিশ কনস্টেবল । দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় । এমতাবস্থায় ওই মহিলা পুলিশ সদস্যের সঙ্গে উপস্থিত সেকেন্ড অফিসার সৈয়দকে লক্ষ্য করে পরপর ৩ টি গুলি ছোড়েন ।
তার মধ্যে ১টি গুলি থানার গেটে লাগে এবং ২টি গুলি আসামি সৈয়দের বুকে লাগে । গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সৈয়দ। পুলিশ সদস্যরাই তাকে চিকিৎসাসহ হাসপাতালে ভর্তি করে । কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পর সৈয়দ রহমতুল্লাহকে চিকিৎসারা মৃত বলে ঘোষণা করেন ।
সিডনি মর্নিং হেরাল্ড অস্ট্রেলিয়ায় ভারতীয় কনস্যুলেট জেনারেলকে উদ্ধৃত করে বলেছে, পরিস্থিতি অত্যন্ত বিরক্তিকর এবং দুঃখজনক । আমরা আনুষ্ঠানিকভাবে রাজ্য পুলিশ কর্তৃপক্ষ, এনএসডবলু অফিস,বিদেশ ও বাণিজ্য বিভাগের কাছে বিষয়টি তুলে ধরেছি । অস্ট্রেলিয়া পুলিশের নথি অনুযায়ী, সৈয়দ রহমতুল্লাহ ২০১৯ সালে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া যান। তারপর থেকে প্রায় ৫ বার পুলিশের সঙ্গে সে ঝামেলায় জড়িয়ে পড়েছিল ।।