এইদিন ওয়েবডেস্ক,তাখার,০১ মার্চ : আফগানিস্তানে তাখার প্রদেশের দাশত কালা জেলার তালিবান কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে তালিবান বিরুদ্ধ গোষ্ঠী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বাহিনী । সূত্রের খবর সোমবার মধ্যরাতে জাতীয় প্রতিরোধ ফ্রন্টের বাহিনী এই হামলা চালায়। প্রাপ্ত তথ্য ইঙ্গিত করে যে জাতীয় প্রতিরোধ ফ্রন্টের বাহিনী এই হামলায় হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে।
এদিকে তাখার প্রদেশের একটি নির্ভরযোগ্য স্থানীয় সূত্র বলছে যে তালিবান যোদ্ধাদের বহনকারী একটি রেঞ্জার গাড়িতে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বাহিনী হামলা চালিয়েছে । তাখার প্রদেশের রোস্তাক জেলার কাজার গ্রামে এই হামলা চালানো হয়। এই দুই হামলায় তালিবান যোদ্ধা নিহত হয়েছে বলে জানা গেছে, তবে সঠিক সংখ্যা জানা যায়নি । তালিবানের তরফ থেকে এনিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি ।
জাতীয় প্রতিরোধ ফ্রন্ট বাহিনী এর আগে তাখার জেলায় তালিবান যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছিল ।।