এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,০১ মার্চ : মধ্যপ্রদেশের শাজাপুর জেলায় ট্রেন বিস্ফোরণ মামলায় আট অপরাধীর মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে । মঙ্গলবার এই রায় ঘোষণা করেছে উত্তরপ্রদেশের বিশেষ এনআইএ আদালত । ছয় বছর আগে ২০১৭ সালে শাজাপুরের কাছে জাবদি রেলওয়ে স্টেশনে সকাল ৯.৩৮ মিনিটে ভোপাল-উজ্জাইন প্যাসেঞ্জার ট্রেনে বোমা বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণে ৯ জন যাত্রী আহত হয়েছিল । বাকি যাত্রীদের অবনেকে আতঙ্কে ট্রেন থেকে থেকে লাফ দেয় এবং অনেকে আহত হয়। ঘটনার তদন্তভার দেওয়া হয় জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)-কে ।
লখনউয়ের এনআইএ আদালতে মামলা চলছিল ।শুক্রবার আট অভিযুক্তকে দোষী ঘোষণা করেন এনআইএ আদালতের বিশেষ বিচারক বিবেকানন্দ শরণ ৷ মঙ্গলবার সাজা ঘোষণা হয় । অভিযুক্তরা হল মোহাম্মদ ফয়সাল, গৌস মোহাম্মদ, আজহার, আতিফ মুজাফফর, দানিশ, মীর হুসেন, আসিফ, ইকবাল এবং আতিফ ইরানি । অভিযুক্তরা সবাই আইএসের খোরাসান মডিউলের সঙ্গে যুক্ত ছিল।অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ, বিস্ফোরক ও অস্ত্র মজুদ করার অভিযোগ রয়েছে । দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো সহ আইপিসির বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । উত্তরপ্রদেশ এটিএসও ।
পরে লখনউয়ের কাকোরিতে এনকাউন্টারে সাইফুল্লাহর এক সহযোগী নিহত হয়। ঘটনার কয়েক ঘণ্টা পর মধ্যপ্রদেশের পিপারিয়ায় তিন সন্ত্রাসীকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ । উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় গাউস মহম্মদ খানকে । উত্তরপ্রদেশ এটিএসও একটি মামলা নথিভুক্ত করে এবং দুজনকে গ্রেপ্তার করে । মোট ৮ জন আসামির বিরুদ্ধে বিচারপর্ব চলছিল । মঙ্গলবার তাদের সাজা ঘোষণা করে আদালত ।।