প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ ফেব্রুয়ারী : বিধ্বংসী আগুনে পুড়ে পুরোপুরি নষ্ট হয়ে গেল টেলিফোন লাইনের কবলের বহু টাকা মূল্যের পাইপ।মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বর্ধমানের শক্তিগড় থানার বড়শুলের বিএসএনএলের টেলিফোন এক্সচেঞ্জে।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ীয়,প্রথম আগুন লাগে এক্সচেঞ্জের ঘেরা জায়গায় জমে থাকা লতাপাতায়।পরে সেই আগুন ভয়ংকর রুপ নিলে ওই জায়গায় স্তুপাকারে পড়েথাকা কেবলের পাইপে আগুন ধরে যায় ।সেখান থেকে আগুন টাওয়ারেও পৌছেযায়।পাইপ পোড়ার কালো ধোঁয়ায় এলাকার আকাশ ভরে যায় । তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।
এই খবর পেয়েই শক্তিগড় থানার পুলিশ গটনাস্থলে পৌছায় ।খবর দেওয়া হয় বর্ধমানের দমকল বিভাগে । দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলে স্বস্তি ফেরে এলাকাবাসীর।আগুন ভয়াবহ আকার নিলেও এক্সচেঞ্জের মূল অফিস সুরক্ষিত আছে। সেটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অক্ষক রয়েছে এক্সচেঞ্জ লাগোয়া জায়গায় থাকা দোকানগুলিও। তবে বড়শুল এলাকায় টেলিফোন বিভ্রাট দেখা দিয়েছে।আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল দমকল ও বিএসএনএল কর্তৃপক্ষ ।
ডিএসপি (হেডকোয়ার্টার) অতনু ঘোষাল জানান, প্রচুর প্লাস্টিকের কেবল থাকায় আগুন দ্রুত ছড়ায়।আগুন নেভাতে এলাকার মানুষজনও এগিয়ে এসেছিলেন।তারার দমকলকর্মীদের সঙ্গে হাতে হাত লাগিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন।
অন্যদিকে (বিডিও) বর্ধমান ১ নম্বর ব্লক সুবর্ণা মজুমদার জানান,বড় ক্ষয়ক্ষতি না হলেও কিছু দোকানের চালা পুড়ে গেছে।স্থানীয়ভাবে একটি পাম্প নিয়ে এসে জল সরবরাহ করা হয় আগুন নেভাতে । বি এস এন এলের (এসডিইটি) আধিকারিক সুদীপ্ত সিনহা জানান,প্রচুর কেবল পুড়ে গেছে।মূল অফিসের ক্ষতি না হলেও টাওয়ারের এবং কেবলের বড় ক্ষতি হয়েছে। যদি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে টেলি পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে ।।