দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ ফেব্রুয়ারী : প্রায় ৮ বছর আগে কেতুগ্রাম থানার উদ্ধারণপুর গ্রামের বাসিন্দা একটি পরিবারের উপর অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়েছিল প্রতিবেশী পরিবার । ওই মামলায় দুই মহিলাসহ ৪ অভিযুক্তের মঙ্গলবার সাজা ঘোষণা করল কাটোয়া আদালত । সাজাপ্রাপ্তরা হলেন দীপ্তি মজুমদার, শেফালী দাস,শম্ভু মজুমদার ও সুরজিৎ দাস । এদিন ওই চারজনের চার বছর করে কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে ।
আদালত সূত্রে জানা গেছে,ঘটনাটি ২০১৫ সালের ২০ অক্টোবরের । উদ্ধারণপুর গ্রামের বাসিন্দা খুকুমণি মজুমদার নামে এক বধূদের বাড়িতে হামলার ঘটনাটি ঘটে । খুকুমণিদেবী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছিলেন,ঘটনার দিন তিনি ও তাঁর শাশুড়ি সাবিত্রীদেবী বাড়িতে ছিলেন । তখন সময় সকাল ১০ টার আশপাশ হবে । সেই সময় শম্ভু মজুমদার, শান্তি মজুমদার,দীপ্তি মজুমদার ও তাদের দুই আত্মীয় শেফালী দাস এবং সুরজিৎ দাস অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হয় । তাঁকে ও তাঁর শাশুড়িকে ব্যপক মারধর করে এবং তাঁর মোবাইলসহ কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় । পরে অন্য প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।
ঘটনার ৫ দিন পর খুকুমণি মজুমদারের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে জেলে পাঠায় পুলিশ । যদিও পরে জামিনে ছাড়া পায় । এদিকে মামলা চলাকালীন অন্যতম অভিযুক্ত শান্তি মজুমদারে মৃত্যু হয় । সোমবার বাকি চার আসামিকে দোষী সব্যস্ত করা হয় । এদিন সাজা ঘোষণা করেন কাটোয়া দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মধূছন্দা বোস ।।