দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের অজয়নদের চর থেকে উদ্ধার হল প্রাচীন একটি বিষ্ণুমূর্তি । সোমবার সকালে পাথরের তৈরি এই বিষ্ণুমূর্তিটি উদ্ধার হয় কেতুগ্রাম থানার নারেঙ্গা গ্রামের কাছে অজয়নদের চর থেকে । শীতকালে সাধারণত অজয়নদের জল খুব কম থাকে । আর এই সময়েই নদীর চর থেকে প্রায়ই দেবদেবীর মূর্তি উদ্ধার হয় । স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কয়েকজন নদীর চরে ঘোরাঘুরি করার সময় বালি চাপা অবিকৃত বিষ্ণুমূর্তিটি দেখতে পায় । ফুট তিনেক উচ্চতার কালো পাথরে খোদাই করা শঙ্খ,চক্র গদাধারী দণ্ডায়মান বিষ্ণুমূর্তিটি তারা গ্রামে এনে পুজোর্চ্চনা করে । ঘটনার কথা চাওড় হতেই প্রচুর লোকজন জড়ো হয়ে যায় মূর্তিটি দেখার জন্য । কাটোয়ার ইতিহাসবিদ স্বপন ঠাকুর মূর্তিটি দেখার পর বলেছেন,’নির্মাণশৈলী দেখে মনে হচ্ছে পাল-সেন যুগে নির্মিত হয়েছিল ওই বিষ্ণুমূর্তিটি । সেই সময় এই ধরনের বিষ্ণুমূর্তিকে ত্রিবিক্রম বিষ্ণুমূর্তি বলা হত । মূর্তিটি আনুমানিক এক হাজার বছরের পুরানো বলে মনে হচ্ছে ।’
প্রসঙ্গত,পূর্ব বর্ধমান জেলার প্রাচীন জনপদগুলির মধ্যে অন্যতম হল মঙ্গলকোট এলাকা । এই এলাকায় রাজা বিক্রমাদিত্যের সময়ের প্রাচীন নিদর্শন এখনো দেখতে পাওয়া যায় । এছাড়া মঙ্গলকোটে অজয়ের চর থেকে আজও উদ্ধার হয় বহু প্রাচীন দেবদেবীর মূর্তি । মঙ্গলকোট থেকেই ওই ত্রিবিক্রম বিষ্ণুমূর্তিটি জলের তোড়ে ভেসে কেতুগ্রামের নারেঙ্গা গ্রামের কাছে চলে গেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের । মূর্তিটি কলকাতার সংগ্রহশালায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কেতুগ্রামের আইসি সুমন চট্টোপাধ্যায় ।।