এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৪ মার্চ : বিদ্যুতের তার সারাই করে দিলে ২০০ টাকা পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিয়েছিল প্রতিবেশী । দুর্মূল্যের বাজারে দু’শো টাকা রোজগার হবে দেখে প্রতিবেশীর সেই প্রস্তাব স্বীকার করেছিলেন দরিদ্র পরিবারের বছর একুশের এক যুবক । আর সেই কাজ করতে গিয়ে হাইটেনশন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তাঁর । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদহ জেলার চাচোল ভগবানপুর অঞ্চলের নিমতলা এলাকায় । পুলিশ জানিয়েছে মৃতের নাম মেহেরুল আলী । খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে আনে চাঁচল থানায় পুলিশ । রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার মেহেরুল আলীর এক প্রতিবেশীর বাড়ির বিদ্যুৎ লাইনের সার্ভিস কেবলের সমস্যার কারনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল । ওই প্রতিবেশী মেহেরুলকে প্রস্তাব দেয় যদি সে বিদ্যুতের তার সারাই করে দেয় তাহলে তাঁকে ২০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে । প্রতিবেশীর ওই প্রস্তাবে রাজি হয়ে যায় ওই যুবক । তারপর প্রতিবেশীর বিদ্যুৎ লাইনের কাজ করার জন্য ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটির উপর উঠে পড়ে মেহেরুল আলী ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক সারাইয়ের কাজ শুরু করতেই বিদ্যুৎপিষ্ট হয়ে খুঁটি থেকে নিচে ছিটকে পড়েন । প্রতিবেশীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।।