এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৬ ফেব্রুয়ারী : বর্ধমানের নবাবহাট তালপুকুরের আদিবাসীপল্লীর দুঃস্থ শিশুদের শিক্ষার সূযোগ করে দিতে কয়েকজন সমাজসেবী মিলে গড়ে তুলেছেন “আমার পাঠশালা” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । শুধু শিক্ষাই নয়, বাৎসরিক উৎসবে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া এবং বছরের বিভিন্ন উৎসবের সময় নিজেদের খরচায় খাওয়া দাওয়ারও আয়োজন করে আসছে ওই সংস্থাটি । রবিবার সংগঠনটির তরফ থেকে “বাৎসরিক বনমহোৎসব ও গুণীজন সংবর্ধনা” অনুষ্ঠানের আয়োজন করা হল ।
এদিনের বিশেষ এই অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিদের হাতে পাঠশালার স্মারক ও বৃক্ষ চারা তুলে দিয়ে সম্মানিত করা হয় । বিশিষ্ট শিক্ষক অম্লান বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, শিক্ষিকা দেবারতি সাহা আবৃত্তি পরিবেশন করেন । পাশাপাশি “আমার পাঠশালা”র পড়ুয়ারা কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করে l শিশুদের মধ্যে খাতা, পেন, পেনসিল, ইরেজার প্রভৃতি পড়াশোনার কাজে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয় । সব শেষে মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়েছিল ।
দেখুন ভিডিও 👇
মেনুতে ছিল ভাত, মিশ্রডাল, আলুপোস্ত,মুরগির মাংস, চাটনি, পাঁপড় প্রভৃতি । সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এক সাথে পাত পেড়ে খাওয়ার আনন্দে মেতে ওঠে “আমার পাঠশালা”র কচিকাঁচারা । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক পলাশ চৌধুরী, শিক্ষিকা দেবারতি সাহা, শিক্ষক অম্লান বন্দ্যোপাধ্যায়, শিক্ষক রাজীব কুমার হুই, পূর্ব বর্ধমান জেলার সমগ্র শিক্ষা মিশণের জেলা কোঅর্ডিনেটর মাননীয় মিসকিন আলী, “আমার পাঠশালা”-র পক্ষ থেকে মিন্টু পান্ডে, সন্দীপ পাঠক, তপন পাল, রাজকুমার লাহা, আজমত আলী সেখ, অতনু ঘোষ, সেখ আজহার উদ্দীন, সৌরভ পাঁজা প্রমুখ ।।