এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৬ ফেব্রুয়ারী : তীব্র আর্থিক সঙ্কটের মধ্যে থাকা পাকিস্থান এখন ঋণের জন্য ছুটে বেড়াচ্ছে । আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৬৫০ কোটি (৬.৬ বিলিয়ন) ডলার ঋণ দেওয়ার জন্য পাকিস্তানের উপর বেশ কিছু শর্ত আরোপ করেছে । প্রথমে সেই সমস্ত শর্তপূরণে অসম্মতি দেখালেও দেশের বেহাল পরিস্থিতির জন্য একে একে তাতে সম্মতি দিতে শুরু করেছে শেহবাজ শরিফ সরকার । এবার ঋণ পেতে আইএমএফের আর একটি ‘কঠোর শর্ত’ মেনে নিল পাকিস্তান । আইএমএফ-এর শর্ত অনুযায়ী দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা ।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০ বেসিস পয়েন্টে সুদের নতুন হার ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৯ শতাংশ করা হয়েছে। ১৯৯৬ সালের অক্টোবরে একবার সুদের হার নির্ধারণ করা হয়েছিল ১৯.৫ শতাংশ। এখন প্রায় ২৫ বছর আগের পুরনো রেকর্ডের দ্বারপ্রান্তে চলে এসেছে ইসলামাবাদ ।পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, আইএমএফের কর্মকর্তাদের সঙ্গে তারা ভার্চ্যুয়ালি একটি বৈঠক করেছে । তখনই তারা জানিয়েছিল সুদের হার ২ শতাংশ বৃদ্ধি করা হবে ।
উল্লেখ্য, আইএমএফ ঋণ দিতে যেসব শর্ত দিয়েছিল, সেগুলোর প্রায় বেশিরভাগই মেনে নিয়েছে পাকিস্তান সরকার । জ্বালানির মূল্য বৃদ্ধি ও ভর্তুকি বন্ধ, ট্যাক্সের হার বৃদ্ধি প্রভৃতি কঠোর সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে । এদিকে এমনিতে খাদ্যপণ্য ও নিত্যসামগ্রী জিনিসপত্রের আকাশ ছোঁওয়া দামের কারনে নাজেহাল অবস্থা পাকিস্তানের সাধারণ মানুষের । তার উপর আইএমএফ-এর সমস্ত শর্ত মেনে নিলে সবকিছুর মূল্য নাগালের বাইরে চলে যাবে । ফলে দেশজুড়ে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।।