এইদিন ওয়েবডেস্ক,ইস্তাম্বুল ও কাবুল,২৬ ফেব্রুয়ারী : মাত্র দুই সপ্তাহ আগে তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল । এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে । ফের তুরস্ক সব বিশ্বের বিভিন্ন দেশে ভূকম্পন অনুভূত হল । মধ্যেই শনিবার দুপুরে তুরস্কে ফের ৫.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে । অন্যদিকে রবিবার আফগানিস্তানের ফৈজাবাদে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে,রবিবার ভোর রাত ২.১৪ মিনিটে এই ভূমিকম্প হয় । আফগানিস্তানের ফৈজাবাদের ২৭৩ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে । ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১৮০ কিলোমিটার গভীরে । আফগানিস্তানের পাশাপাশি আজ পাপুয়া নিউগিনিতেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে । পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন অঞ্চলে রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৬৫ কিলোমিটার গভীরে । তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।
অন্যদিকে তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডির বলেছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ২৭ মিনিটে নিগদে প্রদেশের বোরের আনাতোলিয়ান উপদ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩ । তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ।।