এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৫ ফেব্রুয়ারী : ভারতের স্বাধীনতা সাড়ে সাত দশক অতিক্রম করলেও আজও বিভিন্ন সরকারি বিভাগে ব্রিটিশদের রীতিনীতি প্রচলিত রয়ে গেছে । দাসত্বের ওই সমস্ত প্রতীকগুলি এতদিন সরানোর কোনো ইচ্ছাই দেখায়নি সর্বাধিক সময় দেশের ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার । নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার দেশে ক্ষমতায় আসার পর থেকে ব্রিটিশ আমলের ভবন, নাম বা ঐতিহ্য সবকিছুই বদলে দেওয়া হচ্ছে । নতুন সংসদ ভবন হোক বা রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে অমৃত গার্ডেন করাই হোক, ব্রিটিশদের দাসত্বের প্রতীক চিরতরে মুছে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
ভারতীয় সেনাবাহিনীর মধ্যেও এখনো ব্রিটিশদের বেশ কিছু রীতিনীতি বহাল রয়ে গেছে । এবার ব্রিটিশ আমলের সেই সমস্ত ঐতিহ্য মুছে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । এর মধ্যে কিছু ঐতিহ্যের নাম পরিবর্তন করা হবে এবং কিছু বন্ধ করা হবে। সরকারের নির্দেশ মেনে জেনারেল মনোজ পান্ডের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচিতে ঘোড়ায় টানা বগির ব্যবহার এখন বন্ধ করা হবে । এবার থেকে ভারতীয় সেনার প্রশিক্ষণের সময় বগির ঘোড়াগুলি ব্যবহৃত হবে । এছাড়া অবসর গ্রহণের অনুষ্ঠান ও নৈশভোজে পাইপার ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।ভারতীয় সেনা বিভিন্ন ইউনিট,রাস্তা, প্রতিষ্ঠান, ভবন, রান্নাঘর, পার্ক এবং আরও অনেক প্রতিষ্ঠানের ইংরেজি নামও সরকারি নির্দেশ অনুযায়ী পরিবর্তনের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে । সামরিক বাহিনীর বেশিরভাগ ইউনিটে পাইপ ব্যান্ড নেই। তাই এটিও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী অন্তত পাঁচটি বিষয় নিয়ে পর্যালোচনা করছে বলে খবর ।।