এইদিন ওয়েবডেস্ক,পানাজি,২৫ ফেব্রুয়ারী : পাকিস্তানি ক্রিকেট দলকে সমর্থন করায় গোয়ার এক ব্যবসায়ীকে কান ধরে ক্ষমা চাওয়ালো স্থানীয় জনতা । গোয়ার ক্যালাঙ্গুটে ওই ব্যবসায়ীর একটি দোকান রয়েছে । তার পাকিস্থান প্রেমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আশপাশের লোকজন বৃহস্পতিবার ওই ব্যবসায়ীর দোকানের সামনে এসে জড়ো হয় । তারপর ওই ব্যক্তি কান ধরে প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে বাধ্য করা হয় ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,একজন ভ্রমণ ভ্লগার গোয়ার ক্যালাঙ্গুটে এক দোকান মালিকের সঙ্গে ভিডিও শ্যুট করছিল । ভিডিও চিত্রায়নের সময় প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের খেলা চলছিল । ক্রিকেট নিয়ে লোকটির সাথে একটি সংক্ষিপ্ত কথোপকথন করতে দেখা যায় ভ্লগারকে । ভ্লগার ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন,’আপনি কি নিউজিল্যান্ডের জন্য উল্লাস করছেন ?’ তখন লোকটি উত্তর দেয় ‘আমি পাকিস্তানের পক্ষে’ । ভ্লগার তাকে পাকিস্তানকে সমর্থনের কারন জিজ্ঞাসা করে । এর উত্তরে লোকটি বলে, ‘এটা মুসলিম এলাকা’।
এদিকে ভ্লগার ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলে ভাইরাল হয়ে যায় । ভিডিওটি গোয়ার ক্যালাঙ্গুটের বাসিন্দাদের নজরে পড়লে বৃহস্পতিবার একদল লোক দোকানের মালিকের কাছে গিয়ে তাকে পাকিস্তানকে সমর্থন করার জন্য জিজ্ঞাসাবাদ করে । শেষে অনিচ্ছা সত্ত্বেও দোকানের মালিক নতজানু হয়ে কান ধরে ক্ষমা চান । এছাড়াও তাকে ‘ভারত মাতা কি জয়’ বলে শ্লোগান দিতে বাধ্য করে প্রতিবাদী জনতা । যদিও এই ঘটনায় থানায় নির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে ।।