এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৫ ফেব্রুয়ারী : প্রাক্তন আফগান সরকারের ১৮ জন কর্মচারীকে গ্রেপ্তার করেছে হেলমান্দের তালিবান গোষ্ঠী । গ্রেফতার করা প্রাক্তন সরকারী কর্মীদের মধ্যে রয়েছেন হেলমান্দ প্রদেশের প্রাক্তন ডেপুটি গভর্নর বশির আহমেদ শাকির । হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ শহর থেকে গত কয়েকদিনে তাদের গ্রেপ্তার করা হয়েছে । সূত্রের খবর,গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জন হেলমান্দের আচাকজাই উপজাতির । যদিও তালিবান ওই সমস্ত ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে কিছু জানায়নি ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,আছাকজাই উপজাতির একজন প্রবীণ এবং প্রাক্তন উপদেষ্টা আখতার মোহাম্মদ বাদিজি বলেছেন যে গ্রেফতারকৃতদের মধ্যে চারজন প্রাক্তন সৈন্য রয়েছে, যারা এখন তালেবানদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে । তবে পূর্ববর্তী সরকারের কর্মচারী ও সৈন্যদের গ্রেফতার করে নির্যাতনের ঘটনা এই প্রথম নয় । এর আগে হেলমান্দ ও কান্দাহারে বেশ কিছু প্রাক্তন কর্মচারী ও সৈন্যদের গ্রেফতার করে তাদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল তালেবানদের জঙ্গিরা ।।

