এইদিন ওয়েবডেস্ক,নরসিংদী,২৫ ফেব্রুয়ারী : বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলায় জিনারদী ইউনিয়নের চরনগরদীর একটি শতাব্দী প্রাচীন শ্মশান জনৈক জিহাদি ভূমাফিয়াদের দখলে চলে গেছে । ওই শ্মশানটিতে প্রায় ১০ থেকে ১২ টি গ্রামের বাসিন্দা হিন্দু সম্প্রদায়ের মানুষ মৃতদেহ সৎকার করতে আসেন । কিন্তু সম্প্রতি গায়ের জোরে শ্মশানের জায়গা দখল করে নির্মান কাজ শুরু করেছে দিয়েছে স্থানীয় এক ভূমাফিয়া । ফলে বিপাকে পড়ে গেছেন এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ । এনিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ।
বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুমন কুমার রায় ঘটনাটি উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছেন,শ্মশান দখল :
শত শত বছরের পুরনো শ্মশান নরসিংদী
জেলার পলাশ উপজেলায় জিনারদী ইউনিয়নের চরনগরদীতে অবস্থিত। গত ২২-০২-২০২৩ তারিখে কিছু ভূমিদস্যু দেয়াল ভেঙ্গে ভিতরে ডুকে শ্মশানটি তাদের দখলে নিয়ে নেয় । এই শ্মশানটিতে ১০ থেকে ১২ টি গায়ের মৃতদেহ দাহ করা হয় । এই এলাকায় ২-৩ কিলোমিটারের মধ্যে কোন শ্মশান নেই । এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, এই শেষ ঠিকানা শ্মশানটি যদি ফিরে না পাই তাহলে মৃতদেহ কোথায় নিয়ে যাবো ? তখন নদীতে ভাসিয়ে
দেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না ।’
তিনি আরও লিখেছেন,স্থানীয় এলাকার সকল সনাতন ধর্মাবলম্বীরা প্রশাসনসহ সকলের কাছে শ্মশানটি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন । তারা ওই শ্মশানে যাতে পুনরায় মৃত দেহ দাহ করতে পারে তার জন্য সহযোগিতা কামনা করেছেন । এই বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস সাহেবের সাথে কথা বলা হলে উনি দেয়াল ভাঙ্গার কথা স্বীকার করেন । তবে শ্মশান দখলের বিষয় অস্বীকার করেন ।’ সুমনবাবু প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেছেন,এই বিষয়টি সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।’।