এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৪ ফেব্রুয়ারী : যৌন হয়রানি এবং অশালীন আচরণের অভিযোগে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক আবিদ হোসেনকে বরখাস্ত করল কর্তৃপক্ষ । প্রসঙ্গত,একজন মহিলা ফ্যাকাল্টি সদস্য অভিযোগ করেছিলেন যে হুসেন তার সঙ্গে খুব আক্রমণাত্মক আচরণ করেছিলেন এবং বিভাগের প্রধানকে, বিশেষ করে ডিনের উপস্থিতিতে গালিগালাজ করেছিলেন এবং অসংসদীয় ভাষা ব্যবহার করেছিলেন । এমনকি হুসেন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং যৌন নিপীড়নের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওই অধ্যাপিকার । এছাড়াও এক মহিলা সহকর্মী অভিযোগ করেছেন যে বিভাগীয় প্রধানকেও আক্রমণ করা হয়েছে ।
জেএমআই রেজিস্ট্রার নাজিম হুসাইন জাফরি একটি অফিস মেমোতে বলেছেন যে মনোবিজ্ঞান বিভাগের সাতজন ফ্যাকাল্টির দায়ের করা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে হুসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে । তবে আবিদ হুসেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং অভিযোগ করেছেন যে ফ্যাকাল্টিরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে । প্রসঙ্গত,জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে ক্যাম্পাসে একজন ফ্যাকাল্টি সদস্যকে বরখাস্ত করার ঘটনা বিগত এক মাসের মধ্যে দ্বিতীয়বার ঘটল ।।