এইদিন ওয়েবডেস্ক,রায়পুর,২৪ ফেব্রুয়ারী : ছত্তিশগড়ে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার দূর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বালোদা বাজার-ভাটাপাড়ায় । দূর্ঘটনায় ১০ জনের বেশি আহত হয়েছে । তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক । হতাহতরা একই পরিবারের এবং পারিবারিক কাজে খিলোরা থেকে অর্জুনি গ্রামে গিয়েছিলেন বলে জানা গেছে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,খিলোড়া থেকে সাহু পরিবারের লোকজন পিকআপে ভ্যানে চড়ে অর্জুনিতে গিয়েছিল । রাতের দিকে বালোদাবাজার- ভাটাপাড়া সড়ক ধরে ফেরার সময় খামারিয়া এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পিকআপ ভ্যানটি উড়ে গিয়ে বেশ কিছুটা দূরে পড়ে । দূর্ঘটনার পর আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় রায়পুরে স্থানান্তরিত করা হয়েছে । ভাটাপাড়ার এসডিওপি সিদ্ধার্থ বাঘেল জানান, দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে ঘটনাস্থলেই বহু মানুষ মারা যায় ।।