এইদিন ওয়েবডেস্ক,তামিলনাড়ু,২৪ ফেব্রুয়ারী : স্কুলের হিন্দু পড়ুয়াদের টিকা বা তাগা লাগাতে নিষেধ করলেন তামিলনাড়ুর একটি সরকারী স্কুলের খ্রিস্টান ধর্মাবলম্বী অধ্যক্ষ । শুধু তাইই নয়,কপালে কুমকুম (পবিত্র ছাই) পরা নিয়ে পড়ুয়াদের অবিভাবকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার ওডনচাট্রামের কাছে অট্টনচাতরামের কেআর সরকারি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ কস্তুরী রেদিয়ার । সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা গেছে, স্কুলের অধ্যক্ষ শিশুদের হিন্দু চিহ্ন পরতে নিষেধ করা নিয়ে ছাত্রের অভিভাবকদের সাথে তর্ক করছেন ।
স্কুলের অধ্যক্ষ একটি ছাত্রটিকে প্রশ্ন করেন,’আমি শুধু বলেছি যে সরকারী নিয়ম আছে এটা অনুমতি দেয় না । আমি শুধু এটাই বলেছি । আমি কি তোমাকে হুমকি দিয়েছি ? আমি কি বলিনি যে আমরা একটি সরকারী আদেশ পেয়েছি যে ‘পট্টু’ (বিন্দি) পরার অনুমতি নেই ? কতবার বলতে হবে ?’ পড়ুয়ার অবিভাবক প্রতিবাদ করলে অধ্যক্ষ সাফ জানিয়ে দেন সরকারি আদেশ অনুযায়ী “পোট্টু” এবং “পবিত্র সুতো”(তাগা) পরা নিষিদ্ধ । যদিও ইন্ডিয়া টুডে-এর রিপোর্ট অনুসারে এই ধরনের কঠোর সরকারি অধ্যাদেশ জারি করার কথা অস্বীকার করেছে রাজ্যের শিক্ষা বিভাগ ।
এদিকে এনিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় । এই ইউজার্স টুইট করেছেন, ‘অট্টনচাতরামের সরকারি উচ্চ বিদ্যালয়ের খ্রিস্টান প্রধান শিক্ষক কস্তুরী রেদিয়ার বলেছেন যে কপালে হিন্দুদের ট্যাটু করা উচিত নয় । জনসাধারণ এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি নির্দেশ আছে । বুঝুন গোঁড়ামির উৎপত্তি কোথায়।’
অন্য এক ইউজার্স লিখেছেন,’এ কী অন্যায়.. এই শিক্ষককে হিন্দু ছাত্ররা যদি বলত ক্রুশ না লাগাতে, তামিলনাড়ু উন্মত্ত হয়ে যেত !’