এইদিন ওয়েবডেস্ক,বামিয়ান,২৪ ফেব্রুয়ারী : আফগানিস্তানের বামিয়ান প্রদেশের সিগান এবং কোহমার্ড জেলার সীমান্তে অবস্থিত দন্ডানশাকান কোটেল থেকে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পরে তিন যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে । নিহতদের বাড়ি সিগান জেলার খাশাক দারা গ্রামে । তাদের মধ্যে মোহাম্মদ গনি ও মোহাম্মদ আসিফ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া । গত সপ্তাহের শুক্রবার কোহমর্দ জেলার বাজারে দুপুরের খাবার খেতে আসার পর তারা নিখোঁজ হয়ে যায় । বৃহস্পতিবার তাদের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় ।
যুবকদের একজন আত্মীয় এহসান মোস্তার বলেছেন, মোহাম্মদ গনি অর্থনীতির তৃতীয় বর্ষের ছাত্র এবং মোহাম্মদ আসিফ ছিলেন কাবুল বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম বর্ষের ছাত্র । দুজনেই পড়াশোনার খরচ চালাতে দারেহ সউফ জেলার কয়লা খনিতে কাজ করতেন । কয়েকদিন ধরে তাদের সন্ধানে খোঁজাখুঁজি করছিলাম । শেষে বৃহস্পতিবার খোকদরা গ্রামের বাসিন্দারা দণ্ডশাখান’ কোটেলে তাদের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে ।
নাম প্রকাশে অনিচ্ছুক সিগান জেলার এক বাসিন্দা জানিয়েছেন,এই যুবকদের কারো সাথে কোনো শত্রুতা ছিল না । অজ্ঞাত সশস্ত্র লোকদের হামলায় তাদের তাদের মৃত্যু হওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে । যদিও বামিয়ানের তালিবানের স্থানীয় কর্মকর্তারা এখন পর্যন্ত এই ঘটনার বিষয়ে কিছু বলেননি । এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি ।।