এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৩ ফেব্রুয়ারী : বৃহস্পতিবার আফগানিস্তান ও তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। চীন সীমান্ত সংলগ্ন এলাকাতেও ভূমিকম্পের প্রভাব দেখা গেছে । তবে এখনো পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ।
জানা গেছে, আফগানিস্তানে আজ বৃহস্পতিবার সকাল ৬.০৭ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ফৈজাবাদ থেকে ২৬৫ কিলোমিটার দূরে । ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভের অনুসারে, এদিন সকাল ৬.০৭ নাগাদ তাজিকিস্তানে ৬.৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে । চীন সীমান্তের কাছেও ভূমিকম্পের প্রভাব লক্ষ্য করা গেছে।
গত ৬ ফেব্রুয়ারী তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়। দুই দেশেই এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ মারা গেছে। শুধু তুরস্কেই ভূমিকম্পে ২ লাখের বেশি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্ক-সিরিয়া সীমান্তে । সিরিয়ায় ভূমিকম্পে ব্যাপক বিপর্যয় ঘটে । হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছে ।।