এইদিন ওয়েবডেস্ক,লখনউ,২২ ফেব্রুয়ারী : উত্তরপ্রদেশের দেওবন্দের এশিয়ার বৃহত্তম ইসলামিক সংগঠন ‘দার-উল-উলূম’ মুসলিম ছাত্রদের দাড়ি কাটা এবং মুণ্ডন করার বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেছে ৷ সংগঠনের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে সতর্ক করে দেওয়া হয়েছে যে যারা ফতোয়া লঙ্ঘন করবে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে ।
জানা গেছে,প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগের ইনচার্জ মাওলানা হুসেন আহমেদ হরিদ্বারীর জারি করা নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে যে, দাড়ি ছাঁটা এবং কেটে ফেলা ইসলামের পরিপন্থী, এই ধরনের আচরণ এড়ানো উচিত, নয়তো শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। ফতোয়ায় বলা হয়েছে যে কেউ যদি দাড়ি কেটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে, তবে এমন ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে না । এই বিষয়ে শৃঙ্খলাভঙ্গ সহ্য করা হবে না । মাওলানা মুফতি আসাদ কাসমী হযরত মোহাম্মদ সাহেবের কথায়,প্রত্যেক মুসলমানের উচিত সুন্নাহ ও শরীয়তের নীতি মেনে জীবনযাপন শুরু করা ।
প্রসঙ্গত,দাড়ি কেটে ফেলার জন্য গত ৬ ফেব্রুয়ারী দাড়ি-উল-উলূম দেওবন্দের এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছিল । যদিও সে ভুল স্বীকার করা তাকে ক্ষমা করে দেওয়া হয় ।।