এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ মার্চ : ঝগড়ার মাঝে স্ত্রীকে চড় মেরেছিল স্বামী । তাই স্বামীর উপর অভিমান করে বাড়ি থেকে পালিয়ে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা বাজারে চলে আসেন মঙ্গলকোটের বাসিন্দা অপর্ণা সর্দার নামে ওই গৃহবধু । শেষে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । শনিবার পরিবারের লোকজন ভাতার থানা থেকে বধুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান ।
জানা গেছে, মঙ্গলকোটের মজলিসদিঘি পাড়ের বাসিন্দা অপর্ণা সর্দার নামে ওই বধূর স্বামী খোকন সর্দার ইঁটভাটার শ্রমিকের কাজ করেন । শুক্রবার দুপুরে কোনও বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় । ঝগড়ার মাঝে খোকন সর্দার রাগের মাথায় তাঁর স্ত্রীকে চড় মারেন । এরপর স্বামীর উপর অভিমান করে বাড়ি থেকে পালিয়ে ভাতারে চলে আসেন অপর্ণাদেবী ।
পুলিশ সুত্রে জানা গেছে,ওই দিন রাতের দিকে বলগোনা বাজারে বসেছিলেন ওই গৃহবধু । সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ভাতার থানার পুলিশের একটি টহলদারি ভ্যান । পুলিশ ওই গৃহবধুকে একলা বসে থাকতে দেখে তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে । তখন পুলিশকে সব কথা খুলে বলেন ওই মহিলা । তারপর পুলিশ মহিলাকে উদ্ধার করে থানায় আনে ৷ পাশাপাশি মহিলার স্বামীকে খবর দেয় পুলিশ । এদিন মহিলার স্বামী ও ভাই ভাতার থানায় এসে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় ।।