এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,২১ ফেব্রুয়ারী : দেউলিয়া শ্রীলঙ্কার কোষাগারে ব্যালট পেপার ছাপানোর জন্য প্রয়োজনীয় অর্থ পর্যন্ত নেই । আর সেই কারনে দেশের সাধারণ নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে । এদিকে বিরোধীরা আগামী মার্চ মাসে নির্ধারিত স্থানীয় নির্বাচন স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ করেছে । শ্রীলঙ্কার সংসদে এনিয়ে তুমুল হট্টগোলের কারনে অধিবেশন স্থগিত করে দেওয়া হয়েছে ।
গত বছর জুলাই মাসে গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর রনিল বিক্রমাসিংহে রাষ্ট্রপতির দায়িত্ব নেন । তখন শ্রীলঙ্কার অর্থনীতি মারাত্মক মন্দার সম্মুখীন । দেশ জুড়ে তুমুল বিক্ষোভের মাঝে গোপনে দেশ ছাড়েন রাজাপাকসে । বিক্রমাসিংহে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর বিক্ষোভ প্রশমিত হলেও দেশের বেহাল আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি । এদিকে সাম্প্রতিক কিছু সময় ধরে দেশের রাষ্ট্রপতি নির্বাচন করানোর জন্য চাপ দিচ্ছিল বিরোধী দলগুলি । সেই কারনে আগামী ০৯ মার্চ যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ।
কিন্তু শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের আদালতে দেওয়া তথ্য অনুযায়ী, ট্রেজারি ব্যালট পেপার ছাপানোর জন্য তহবিল, পোলিং বুথের জন্য খরচখরচা বা পুলিশ সুরক্ষা দিতে অস্বীকার করেছে । নির্বাচন কমিশনের প্রধান নিমল পানচিহেওয়া বলেছেন, ‘আমি সুপ্রিম কোর্টে একটি শংসাপত্র জমা দিয়েছি যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়া সম্ভব নয় । কারণ নির্বাচনের জন্য সরকার প্রয়োজনীয় অনুদান দিতে অক্ষম ।’ এর আগে রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে জানিয়েছিলেন,এমনিতেই বেতন, পেনশন এবং প্রয়োজনীয় পরিষেবা বজায় রাখার জন্য সরকারের রাজস্ব যথেষ্ট নয় । তাই এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় । ফলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচন হওয়া নিয়ে ধোঁওয়াশার সৃষ্টি হয়েছে ।।