এইদিন ওয়েবডেস্ক,ইন্দোর,২১ ফেব্রুয়ারী : মার্কশিট পেতে বিলম্ব হওয়ার কারণে কলেজের মহিলা অধ্যক্ষকের গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল এক পড়ুয়ার বিরুদ্ধে । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় । বছর পঞ্চাশের ওই অধ্যাপিকার নাম বিমুক্তা শর্মা । তিনি ইন্দোরের বিএম ফার্মেসি কলেজের অধ্যক্ষ । তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে । বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । এদিকে ঘটনার পর অভিযুক্ত ছাত্র উজ্জানের বাসিন্দা আশুতোষ শ্রীবাস্তব তিনচা জলপ্রপাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । যদিও পুলিশ তাকে ধরে ফেলে এবং গ্রেফতার করে ৷ এই ঘটনায় ওই পড়ুয়া নিজেও দগ্ধ হয়েছে বলে জানা গেছে । পুলিশ জানিয়েছে,ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,সোমবার বিমুক্তা শর্মা যখন বাড়ি যাওয়ার জন্য নিজের গড়ির দিকে যাচ্ছিলেন সেই সময় তাঁর পথ আটকায় আশুতোষ । মার্কশিট পেতে বিলম্বের কারণে সে অধ্যক্ষের সঙ্গে তর্কাতর্কি শুরু করে ৷ তুমুল বাকবিতণ্ডার মাঝে সে অধ্যক্ষের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় । পুলিশ সুপার (গ্রামীণ) ভগবত সিং বিরদেকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে,অধ্যক্ষ বক্তব্য দেওয়ার মতো অবস্থায় নেই। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় তার হাতে কিছু পোড়া আঘাতও হয়েছে ।
পুলিশ জানিয়েছে, মাস আগে একই বিষয়ে কলেজের একজন পুরুষ শিক্ষকের উপর হামলার অভিযোগ উঠেছিল আশুতোষ শ্রীবাস্তব নামে ওই ছাত্রের বিরুদ্ধে । তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। সম্প্রতি সে জামিনে মুক্তি পায় ।।