এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,২১ ফেব্রুয়ারী : ফের পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক । আনাতোলিয়া বার্তা সংস্থা জানিয়েছে যে ভূমিকম্পটি সোমবার (২০ ফেব্রুয়ারী ২০২৩) রাত্রি ৮.০৪ নাগাদ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের ডাফনে জেলায় হয়েছে । ভূমিকম্পের প্রথমটির মাত্রা ছিল ৬.৪ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৫.৮ ।ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে,ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হাতায় প্রদেশের ডাফনে জেলার আনটাকিয়া শহরে ভূপৃষ্ট থেকে মাত্র ২ কিলোমিটার গভীরে । ভূমিকম্পটি তুরস্কের পাশাপাশি অনুভূত হয়েছে মিশর,লেবানন ও সিরিয়াতেও । এদিকে ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় হাতায়ে ভূমধ্যসাগরীয় উপকূলরেখা থেকে আধ কিলোমিটার পর্যন্ত দূরে থাকার জন্য বাসিন্দাদের সতর্ক করেছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) ।
গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় ৭.৮ এবং ৭.৫ মাত্রার শক্তিশালী দুই ভূমিকম্প আঘাত হানে । ওই ভূমিকম্পের ফলে ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তুরস্কের ন্যাচারাল ইভেন্টস ম্যানেজমেন্ট অর্গানাইজেশন (আফাদ) ঘোষণা করেছে যে এই ভূমিকম্পে হিরো মারাশে ৬,৪০০ টি আফটারশক হয়েছে । এর ঠিক দুই সপ্তাহ বাদে আবারও একই অঞ্চলে ভূমিকম্প আঘাত হানায় ঘরবাড়ি ও পরিবার হারিয়ে খোলা আকাশের নিচে যারা রাত কাটাচ্ছিলেন তারা ফের আতঙ্কিত হয়ে পড়েছেন ।।