এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২০ ফেব্রুয়ারী : রাস্তা নিয়ে বিবাদের জেরে সোমবার দুই মুসলিম পরিবারের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার গ্রামে । সংঘর্ষে এক মহিলাসহ দু’পক্ষের অন্তত ৬ জন জখম হয়েছে । এরুয়ার গ্রামের বাসিন্দা শেখ মনসুর ও তার প্রতিবেশী সালাম মির্জার পরিবারের মধ্যে এদিন সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে খবর,গ্রামের মূল রাস্তা থেকে বেরিয়ে আসা একটি ছোট রাস্ত দিয়েই চলাচল করে দুই পরিবারের লোকজন । মূল রাস্তার মুখেই রয়েছে সালাম মির্জাদের বাড়ি । এদিন নিজের বাড়ির রাস্তার দিকের দেওয়াল মাটি দিয়ে ভরাট করে দাওয়া উঁচূ করছিলেন সালাম । এদিকে মাটি ভরাটের জন্য রাস্তা সংকীর্ণ হয়ে যায় । তা নিয়ে আপত্তি তোলেন শেখ মনসুর ৷
জানা গেছে,এদিন সকালে এনিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা বাধে । তারই মাঝে দুই পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর চড়াও হয় । বেধে যায় তুমুল সংঘর্ষ । সংঘর্ষে শেখ মনসুর, তার ছেলে শেখ সাবির আলি, স্ত্রী মহারানী বিবি এবং ভাইপো সাহাবুল শেখ জখম হন । অপরপক্ষের দু’জনও অল্পবিস্তর জখম হয় । আহতদের ভাতার গ্রামীন হাসপাতালে চিকিৎসা করানো হয় ।।