দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২০ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার অজয়নদ থেকে বেআইনিভাবে বালি তোলার সময় ৫ জনকে হাতেনাতে ধরে ফেললো পুলিশ । আটক করা হয়েছে পাঁচটি ডাম্পার, দুটি ট্রাকটর এবং একটি পকলেন মেশিন । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম, কেতুগ্রাম থানা এলাকার বাসিন্দা জয়ন্ত মাজি ও মাখন মিদ্ধি, মঙ্গলকোটের বাসিন্দা শ্যামল মাজি এবং কাটোয়া থানা এলাকার বাসিন্দা আলম শেখ ও শুভেন্দু ঘোষ । ধৃতদের মধ্যে চারজন ডাম্পারচালক ।
পুলিশ সূত্রে খবর,রবিবার রাতে মঙ্গলকোটের খেরুয়া গ্রামের কাছে অজনদের চরে ডাম্পার, ট্রাক্টর ও বালি তোলার মেশিন নিয়ে গিয়ে নদীর চর কেটে বালি তুলছিল ওই দলটি । ওই জায়গায় একটি বৈধ বালিঘাট রয়েছে । তবে ইজারার সময়সীমা উত্তীর্ণ হয়ে যাওয়ায় বালিঘাটটি বেশ কিছুদিন ধরে ফাঁকাই পড়ে রয়েছে । আর সেই সুযোগে ঘাট থেকে দেদার বালি চুরি হয়ে যাচ্ছিল । বিষয়টি কানে যেতেই তক্কে তক্কে ছিল মঙ্গলকোট থানার পুলিশ । এরপর রবিবার রাতে ওই দলটির বালি তোলার খবর পেতেই সেখানে অভিযান চালায় পুলিশবাহিনী । কয়েকজন পুলিশ দেখে ছুটে পালায়। বাকিদের ধরে ফেলে পুলিশ । পাশাপাশি আটক করা হয় মেশিন ও গাড়িগুলি । সোমবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পাঠানো হয়েছিল ।।