এইদিন ওয়েবডেস্ক,গুসকরা,১২ নভেম্বরঃ অবশেষে তিনবছর পর খুলল পার্কের দরজা। পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে প্রবীণদের জন্য তৈরি করা পার্ক ‘ক্ষণিকের অবসর’। ২০১৭ সালে পার্ক তৈরির পর থেকে এতদিন তালাবন্ধ অবস্থায় পড়েছিল।পুরবাসী অপেক্ষায় ছিলেন কবে খুলবে পার্কের দরজা। সেই প্রতীক্ষার অবসান হল এদিন বৃহস্পতিবার। গুসকরার তালাবন্ধ অবস্থায় পড়ে থাকা পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করে এদিন নাগরিকদের জন্য খুলে দেওয়া হল।
উদ্বোধনের অনুষ্ঠানে ছিলেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, গুসকরা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন গীতারাণি ঘোষ, সদস্য কুশল মুখোপাধ্যায়।গুসকরা পুরসভা অফিসের পাশে বামুনপুকুরের ধারে ‘ক্ষণিকের অবসর’ নামে এই পার্কটি এলাকার প্রবীণ নাগরিকদের জন্য তৈরি করা হয়।২০১৭ সালে কাজ হলে গেলেও এতদিন পার্কের গেট বন্ধ ছিল।অব্যবহারের ফলে পার্কের পরিকাঠামো নষ্ট হতে বসেছিল।পুরসভা সূত্রে জানা গিয়েছে প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে এই পার্ক নির্মাণের কাজ শুরু করা হয়।