দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২০ ফেব্রুয়ারী : গ্রামে পানীয় জলের পাম্প বসানো নিয়ে ঝামেলার জেরে সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন । সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার সেরুয়া গ্রামে । সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন জখম হয়েছে । তাদের মধ্যে শেখ সাবদুল্লা নামে এক যুবককের মাথায় গুরুতর চোট লেগেছে। তাকে ভাতার হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । দু’পক্ষই এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করেছে । তবে এখনো পর্যন্ত কোনো গ্রেফতারির খবর নেই । যদিও তৃণমূল কংগ্রেসের ভাতার ব্লক সভাপতি বাসুদেব যশ বিষয়টি গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ । তিনি বলেছেন,এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই ।
ভাতার ব্লকের বামুনাড়া পঞ্চায়েতের অন্তর্গত সেরুয়া গ্রাম । সেরুয়া গ্রামের খাঁপাড়া মসজিদতলার কাছে একটি মিনি সাবমার্শিবল পাম্প বসানো নিয়েই বিবাদের সূত্রপাত ৷ স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন সকালে পাম্প বসানোর তোড়জোড় শুরু হলে উত্তরপাড়ার কয়েকজনের সঙ্গে পাম্প বসানোর কাজের তদারকি করা লোকজনের মধ্যে বচসা শুরু হয় । ক্রমে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় ।
বামুনাড়া পঞ্চায়েতের স্থানীয় সদস্য আবদুল আজিজ খানের অভিযোগ,’উত্তরপাড়ার কয়েকজন অন্যায়ভাবে পাম্প বসানোর কাজে বাধাদান করার চেষ্টা করে । তানিয়েই ঝামেলা হয় ।’ অন্যদিকে উত্তরপাড়ার বাসিন্দা আহত শেখ আবদুল্লা বলেন, ‘জল নিকাশির জন্য মসজিদতলা পাড়ায় এক পরিবার পাইপ বসানোর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কিন্তু ওরা নিকাশির ব্যবস্থা না করেই পাম্প বসানোর কাজ শুরু করতে গেলে ঝামেলা বাধে । আমরা পাম্প বসানোর বিরোধী নই ।’
জানা গেছে,মসজিদতলার কাছে শতাধিক পরিবারের বসবাস । পাড়াতে একটি পুরানো টিউবওয়েল ছিল । কিন্তু সেটি অকেজো হয়ে যাওয়ায় পানীয় জলের জন্য সমস্যা হচ্ছিল । সেই কারনে গতবছর ডিসেম্বর মাসে পাড়ার বাসিন্দারা মিলে একটি বৈঠক করে পাম্পা বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় । পঞ্চায়েতের কাছ থেকে অনুমতি পাওয়ার পর এদিন পাম্প বসানোর কাজ শুরু করা হয়েছিল । কিন্তু সকাল সাড়ে নটা নাগাদ তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ায় আপাতত পাম্প বসানোর কাজ বন্ধ আছে বলে জানা গেছে ।।