এইদিন ওয়েবডেস্ক,সাও পাওলো,২০ ফেব্রুয়ারী :দক্ষিণ-পূর্ব সাও পাওলো রাজ্যে কার্নিভালের সপ্তাহান্তে ব্রাজিলে মুষলধারে বৃষ্টির জেরে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং ২২৮ টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে । ৩৩৮ টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । তবে এখনো ঠিক কতজন নিখোঁজ বা আহত হয়েছে তার পরিসংখ্যান কর্তৃপক্ষ জানায়নি । জানা গেছে, সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সাও পাওলো রাজ্যের সাও সেবাস্তিয়াও শহরে । স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টার বৃষ্টির পর বন্যা ও ভূমিধস হয়েছে। সাও পাওলো রাজ্যের গভর্নর তারসিসিও ডি ফ্রেইতাস উপকূলবর্তী পাঁচটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন । স্থানীয় কর্তৃপক্ষ অব্যাহত বৃষ্টি ও সঙ্কটজনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা টুইট করেছেন যে তিনি সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। তিনি আহতদের যত্ন নেওয়া, ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানো,বিদ্যুৎ ও টেলিযোগাযোগ পুনরুদ্ধারের জন্য তার সরকারের সর্বস্তরে প্রস্তুত থাকার আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত,সাও পাওলো রাজ্যের ২০০ কিলোমিটার উত্তরে রয়েছে সেবাস্তিয়াও শহর । যেখানে রাজধানীর বাসিন্দারা সপ্তাহান্তে ছুটি কাটাতে যান । এই এলাকাটিকে বন্যা এবং ভূমিধস কবলিত বলে মনে করা হয় ।।