এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১২ মার্চ : নন্দীগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী । শুক্রবার সকালে প্রথমে তিনি নন্দীগ্রামের সোনাচূড়ায় সিংহবাহিনীর মন্দিরে পুজো দিতে যান । সেখান থেকে যান জানকী নাথ মন্দিরে । এই দুই মন্দিরে পূজো দেওয়ার পর নন্দীগ্রামের করপল্লীতে শহীদ বেদিতে মালা দেন শুভেন্দু । মিলিত হন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে । তারপর তিনি হলদিয়ার উদ্দেশ্যে রওনা হন ।
এদিন শুভেন্দু অধিকারীর মনোনয়ন উপলক্ষে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে একটি সভার আয়োজন করা হয় । ওই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি ও পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । সভা শেষে হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে যান শুভেন্দু অধিকারী । দুই কেন্দ্রীয় মন্ত্রীসহ বহু বিজেপি কর্মী ও সমর্থক তাতে পা মেলান । এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী তাপসী মণ্ডলও মনোনয়ন জমা দেন । এদিন মনোনয়ন জমা দেওয়ার পর শুভেন্দু অধিকারী ফেসবুকে পোস্ট করেন, ‘আসল পরিবর্তন আনার এবং সোনার বাংলা গড়ে তোলার লড়াইটা শুরু হল ।’
নন্দীগ্রামের তৃণমূলের প্রার্থী হিসাবে গত ১০ মার্চ মনোনয়ন জমা করেছিলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় । এই কেন্দ্রে যংযুক্ত জোটের তরফ থেকে সিপিএম প্রার্থী করেছে মীনাক্ষি মুখোপাধ্যায়কে । সংযুক্ত জোটের প্রার্থী থাকলেও নন্দীগ্রামে লড়াইটা মুলত মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে । তবে সিপিএম প্রার্থীর ভোট কাটার উপরে নন্দীগ্রামের হারজিত অনেকাংশে নির্ভর করছে বলে মনে করছেন অভিজ্ঞমহল ।।