এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,১৯ ফেব্রুয়ারী : বাংলাদেশ সীমান্ত পেরিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশের ঘটনা বেড়েই চলেছে ৷ ফের ১৩ জন রোহিঙ্গা ও ২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ত্রিপুরার আগরতলা রেলস্টেশনে দায়িত্বে থাকা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) । তার মধ্যে ৩ জন শিশুও রয়েছে । পাশাপাশি অভিজিৎ দেব নামে একজন ভারতীয় মিডলম্যানকে গ্রেফতার করা হয়েছে । ওই ব্যক্তিই তাদের সীমান্ত অতিক্রম করতে সাহায্য করেছিল বলে জানা গেছে ।
রেল পুলিশ জানিয়েছে,তারা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ত্রিপুরায় প্রবেশ করেছে ।অনুপ্রবেশকারীরা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা যাওয়ার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে জিআরপি । জিআরপির এক আধিকারিক বলেছেন,আমাদের কাছে আগে থেকেই খবর ছিল । তাই অনুপ্রবেশকারীদের জন্য আমরা আগরতলা রেলস্টেশনে অপেক্ষা করছিলাম । শেষে তারা আগরতলা স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই আমরা তাদের গ্রেপ্তার করি । ধৃতদের আদালতে পাঠানো হয়েছে ।’ তিনি জানান,চলতি মাসে এনিয়ে মোট রোহিঙ্গা ও বাংলাদেশি মিলে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে ।।
ছবি ও তথ্যসূত্র : নর্থ ইস্ট নাও ।