এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৯ ফেব্রুয়ারী : তালিবান ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর থেকেই আফগানিস্তান জুড়ে বাড়ছে মানসিক রোগীর সংখ্যা । প্রতিদিন শয়ে শয়ে মানুষ তাদের মানসিক রোগের চিকিৎসা করাতে হাসপাতালে ছুটছেন । হতাশায় আত্মহননের পথও বেছে নিচ্ছে অনেকে । এবার হতাশায় আত্মঘাতী হলেন এক তরুন আফগান চিকিৎসক । নিহতের নাম ডাঃ আজিমুল্লাহ হাকিমি । নিহতের খুড়তুতো ভাই তথা আফগান সাংবাদিক হারিস জামালজাদা তার টুইটার পেজে লিখেছেন যে ডক্টর আজিমুল্লাহ প্রজাতন্ত্র ব্যবস্থার পতনের আগে জাপানে তার ডক্টরেট পড়াশোনা শেষ করেছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছিলেন । কিন্তু সে বাড়ি ফেরার পর থেকেই হতাশায় ভুগছিল । শেষ পর্যন্ত হাকিমি মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে ।’ তবে তিনি হাকিমির বয়স, লেখাপড়া, মানসিক অবসাদের কারণ সম্পর্কে কিছু জানাননি ।
তালিবানের নিয়ন্ত্রণাধীন আফগানিস্তানের ন্যাশনাল টেলিভিশন জানিয়েছে যে কাবুলে মানসিক স্বাস্থ্য হাসপাতালের কর্মকর্তাদের মতে হাসপাতালে আগত মানসিক রোগীর সংখ্যা বিগত দু’বছরে হঠাৎ করে প্রচুর বেড়ে গেছে । হাসপাতালের একজন চিকিৎসক জানান, গত মাসে প্রায় দেড় শতাধিক মানসিক রোগী তাকে দেখতে এসেছিলেন । কিন্তু তালিবান আসার পর ঠিক কত সংখ্যক মানু্ষ মানসিক রোগের চিকিৎসা করাতে এসেছিল তা তিনি স্পষ্ট করে কিছু জানাননি ।
তবে ওই চিকিৎসকের মতে একমাত্র অর্থনৈতিক সমস্যাই মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ । এদিকে তালিবানের উপ-অর্থনৈতিক মন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার দাবি করেছেন যে আফগানরা জীবন ও ভবিষ্যৎ নিয়ে আগের চেয়ে অনেক বেশি আশাবাদী । যদিও দেশে হতাশায় মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে তাকে প্রশ্ন করার সাহস দেখাতে পারেননি কোনো আফগান সাংবাদিক ।।