এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১২ মার্চ : পাশের পাড়ায় বিয়েতে নিমন্ত্রন ছিল । তাই রাতে বাড়িতে তালা লাগিয়ে নিমন্ত্রন রক্ষা করতে গিয়েছিলেন আদিবাসী দম্পতি । কিন্তু তাঁরা গভীর রাতে বাড়ি ফিরে দেখেন আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে তাঁদের ধানের গোলা ও একটি চালাঘর । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ভাদা গ্রামের সায়েরপাড় আদিবাসীপাড়ায় । অগ্নিকান্ডের জেরে কার্যত সর্বশান্ত হয়ে গেছেন রাম হেমব্রম ও সুমতি হেমব্রম নামে ওই আদিবাসী দম্পতি । তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধন্ধে রয়েছেন তাঁরা । ওই দরিদ্র পরিবারটিকে সরকারি ক্ষতিপূরণের ব্যাবস্থা করার জন্য দাবি জানিয়েছেন গ্রামবাসীরা ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় জনমজুর রাম হেমব্রম ও তার স্ত্রী সুমতি হেমব্রমের দুই নাবালক সন্তান রয়েছে । তাঁরা জনমজুরির পাশাপাশি কিছুটা জমি ভাগচাষও করেন । চাষ করে যেটুকু ধান হয় তাতেই সারা বছর চালের খরচ চলে ।
ওই দম্পতি জানিয়েছেন,আদিবাসীপাড়ার কিছুটা পাশেই রয়েছে মাঝেরডাঙ্গাপাড়া । সেখানে তাঁদের এক আত্মীয় থাকেন । বৃহস্পতিবার রাতে ওই আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল । তাই ওই দিন সন্ধ্যায় তাঁরা ঘরে তালা ঝুলিয়ে বিয়ে বাড়ি গিয়েছিলেন । তারপর গভীর রাতে তাঁরা বাড়ি ফিরে দেখতে পান বাড়ির ভিতর ধানের গোলা ও তার পাশের একটি চালাঘর আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে গেছে ।
রাম হেমব্রম বলেন,” মড়াইয়ে প্রায় ৩৫ বস্তা ধান ছিল । সব পুড়ে গেছে । সব মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে । মড়াইয়ের ধান থেকে সারা বছরের খোরাক চলত । এখন কিভাবে সংসার চালাবো জানিনা ।’ এই অবস্থায় সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যাবস্থা করার জন্য দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্থ ওই আদিবাসী পরিবারটি । ।