এইদিন ওয়েবডেস্ক,দামেস্ক(সিরিয়া),১৯ ফেব্রুয়ারী :
রবিবার ভোরে সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল । এই হামলায় ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে । স্থানীয় সময় রাত্রি ১২.৩০ নাগাদ রাজধানী দামেস্কে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে । সূত্রের খবর, হামলাটি ইরানি অস্ত্রের একটি গুদামকে লক্ষ্য করে । যেখান থেকে লেবাননের হিজবুল্লাহ সন্ত্রাসবাদী সংগঠনে অস্ত্রসস্ত্র সরবরাহ হয় । সিরিয়ার মিডিয়াগুলি জানিয়েছে যে সিরিয়ার রাজধানীর পার্শ্ববর্তী শহরের বেশ কয়েকটি ভবনের ক্ষতি হয়েছে, যেখানে অতীতে ইরানি জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়া গিয়েছিল । যদিও এদিনের হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি । প্রসঙ্গত,ইরান-মিত্র জঙ্গি গোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বাহিনীকে সমর্থন করার জন্য হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে । সেই কারনে ইসরাইল প্রায়ই দামেস্কের আশেপাশের এলাকাগুলোকে টার্গেট করে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের পর এই হামলা হল । দামেস্কে এর আগের হামলাটি হয়েছিল গত ২ জানুয়ারী । তখন সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল যে ইসরায়েলি বাহিনী সোমবার ভোরবেলা সিরিয়ার রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, এতে দুই সেনা নিহত এবং দুইজন আহত হয়েছে । সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অংশে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এত কিছুর পরেও ইসরাইল কখনই এসব হামলার দায় নেয় না ।।