দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১৮ ফেব্রুয়ারী : দূর পাল্লার ট্যুরিস্ট বাস আটকে বড়সড় ডাকাতির ছক কষেছিল একটি দুষ্কৃতীদল । রাতের অন্ধকারে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে ওৎ পেতে বসেছিল সড়ক পথের পাশে । কিন্তু গোপন সূত্র থেকে এলাকার থানায় খবর চলে যায় । খবর পেতেই পুলিশবাহিনী সেখানে অভিযান চালিয়ে ৬ দুষ্কৃতীকে ধরে ফেলে ।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম,মহম্মদ সফিকুল আলম ওরফে সঞ্জু, জাহিরুদ্দিন মল্লিক ওরফে মিঠু, ভাদু শেখ, কামিরুল ইসলাম,নওসাদ আলি খাদিম, এবং লাল মীর ওরফে লাল মিঁঞা । শুক্রবার রাতে কেতুগ্রাম থানার ফুঁটিসাকোর কাছে বাদশাহী রোড থেকে তাদের গ্রেফতার করা হয় । ধৃতদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি কেতুগ্রাম থানার কাঁটারি গ্রামে । বাকি দু’জন যথাক্রমে কেতুগ্রাম থানার মোড়গ্রাম এবং নরসিংহপুর গ্রামের বাসিন্দা । ধৃতদের কাছ থেকে দু’ রাউণ্ড কার্তুজ ও একটি পাইপগান উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । শনিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে মহন্মদ সফিকুল আলম ও জাহিরুদ্দিন মল্লিককে পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
প্রসঙ্গত, ফুঁটিসাকোর কাছে বাদশাহী রোড সরাসরি চলে গেছে উত্তরবঙ্গে । ওই সড়ক পথ ধরে রাতের দিয়ে প্রচুর ট্যুরিস্ট বাস যাতায়ত করে । আর ওই সমস্ত ট্যুরিস্ট বাসগুলিকে আটকে ডাকাতির ছক কষেছিল দুষ্কৃতী দলটি । কিন্তু পুলিশ আগাম খবর পেয়ে যাওয়ায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায় । পুলিশ জানিয়েছে,বড়সড় ওই দলটির মধ্যে কয়েকজন পুলিশের গাড়ি দেখে ছুটে পালাতে সক্ষম হয় । ধৃতদের জেরা করে তাদের চিহ্নিত করে গ্রেফতারির চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ।।