এইদিন ওয়েবডেস্ক,করাচি,১৮ ফেব্রুয়ারী : পাকিস্তানের করাচিতে পুলিশ সদর দফতরে হামলা চালালো তেহেরিক-এ-তালিবান পাকিস্থানের (টিটিপি) যোদ্ধারা । জানা গেছে,শুক্রবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিট নাগাদ করাচির শারা ফয়সালে সদর থানার কাছে ৫ তলা কেপিও ভবনে প্রবেশ করে টিটিপি যোদ্ধারা । একজন ভবনের চতুর্থ তলায় নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় এবং অন্য দুইজনকে ছাদে উঠে এলোপাথাড়ি গুলি করতে শুরু করে । আধাসামরিক বাহিনী ঘটনাস্থলে গিয়ে পাল্টা হামলা চালায়। নিরাপত্তা কর্মী ও হামলাকারীদের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয় ।
দেখুন ভিডিও 👇
সিন্ধু সরকারের মুখপাত্র মুর্তজা ওয়াহাব টুইটারে বলেছেন, হামলার সাড়ে তিন ঘণ্টা পর রাত ১০.৪২ নাগাদ করাচি পুলিশ অফিস (কেপিও) ভবনটি পরিষ্কার করা হয়েছে। তিন সন্ত্রাসীকে নিরপেক্ষ করা হয়েছে । এক বিবৃতিতে করাচি পুলিশের একজন মুখপাত্র বলেছেন যে কেপিওতে হামলাকারী তিন সন্ত্রাসীই অভিযানে নিহত হয়েছে। মুখপাত্র বলেছিলেন যে এটি একটি “বড় অভিযান” যেখানে দক্ষিণ ও পূর্ব ডিআইজি সহ সিনিয়র পুলিশ কর্মকর্তারা রেঞ্জার্স এবং সেনাবাহিনীর পাশাপাশি অংশ নিয়েছিলেন ।
প্রসঙ্গত,পাকিস্তানে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে টিটিপি । জানুয়ারিতে পেশোয়ারে বিস্ফোরণে ৬১ জন নিহত হয়েছিল । এর আগে ইসলামাবাদে হামলা চালিয়েছিল ওই সন্ত্রাসবাদী সংগঠনটি ৷।