এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১২ মার্চ : একই দিনে চারটি বিধানসভার বিজেপি ও তৃণমূল প্রার্থীরা সপার্ষদ মনোনয়ন জমা দিতে এসেছিলেন । শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাইকে শ্লোগান দিতে দিতে দলীয় প্রার্থীদের পিছু পিছু আসছিলেন । অন্যদিকে বিজেপির তরফ থেকে বেশ কিছু ঢাক ভাড়া করে আনা হয়েছিল । বিজেপির ঢাকের আওয়াজ ও তৃণমূলের মাইকে শ্লোগান ঘিরে বাঁকুড়ার বিষ্ণুপুরে মহকুমা শাসকের দপ্তরের সামনে তখন ত্রাহি ত্রাহি রব । তারই মধ্যে দু’পক্ষের মধ্যে অশান্তির জেরে কার্যত হুলুস্থুল কান্ড বেধে যায় । তৃণমূলের মাইক বাজানোর বিরোধীতা করে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির প্রার্থীসহ কর্মীরা । অন্যদিকে বিজেপির ঢাক বাজানোর বিরোধীতা করে রাস্তায় বসে পালটা প্রতিবাদ জানায় তৃণমূলের লোকজন । আর এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের । শেষ পর্যন্ত দু’একটা ছোটখাটো ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই মনোনয়ন জমা দেন উভয় দলের প্রার্থীরা ।
বৃহস্পতিবার বিষ্ণুপুর মহকুমার ইন্দাস, বিষ্ণুপুর, কোতুলপুর ও সোনামুখী এই চার বিধানসভা কেন্দ্রের
তৃণমূল ও বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এসেছিলেন । শাসকদলের চার প্রার্থী রুনু মেটে, সঙ্গীতা মালিক, অর্চিতা বিদ, শ্যামল সাঁতরা সপারিষদ মাইকে স্লোগান দিতে দিতে মহকুমাশাসকের দপ্তরের সামনে এসে পৌঁছান । অন্যদিকে প্রায় একই সময়ে চার বিজেপি প্রার্থী নির্মল ধাড়া, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার ও দিবাকর ঘরামীর পিছু পিছু ঢাকের তালে নাচতে নাচতে আসছিলেন বিজেপি কর্মী ও সমর্থকরা ।
মহকুমা শাসকের দপ্তরের সামনে আসতেই তৃণমূলের শ্লোগানের বিরোধিতা করে রাস্তায় বসে প্রতিবাদ জানাতে শুরু করে দেন বিজেপির চার প্রার্থীসহ কর্মীরা । অন্যদিকে বিজেপির ঢাকের বাজনার বিরোধীতা করে রাস্তায় বসে পড়েন তৃণমূলের লোকজন ।
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্থীর অভিযোগ, ‘মহকুমা শাসকের দপ্তরের সামনে ১৪৪ ধারা জারি আছে । তা সত্ত্বেও তৃণমূলের লোকজন ‘খেলা হবে খেলা হবে,বোম পিস্তল নিয়ে খেলা হবে’ বলে মাইকে উস্কানিমূলক প্রচার চালাচ্ছিল । পুলিশকে জানিয়েও কোন কাজ হয়নি । তাই আমরা রাস্তায় বসে পড়ে এর প্রতিবাদ জানাতে বাধ্য হই ।’ পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন,রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে।
অন্যদিকে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি ও সোনামুখী কেন্দ্রের প্রার্থী শ্যামল সাঁতরা বিজেপির এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বোমা পিস্তলের কথা বলা হয়নি । বিজেপি মিথ্যা অভিযোগ করছে ।’ পাশাপাশি তিনি বলেন, ‘খেলা হবে, আর সেই খেলায় আমরাই জয়ী হবো ।’।