এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৭ ফেব্রুয়ারী :মুখ্যমন্ত্রীত্বের পর এবার দলের নাম ও প্রতীক হাতছাড়া হল উদ্ভব ঠাকরের ৷ শুক্রবার নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে ‘শিবসেনা’ নাম এবং দলের ‘ধনুক ও তীর’ প্রতীক ব্যবহারের অধিকার থাকবে বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে । উদ্ধব শিবিরের পক্ষ থেকে অরবিন্দ সাওয়ান্ত জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যাবেন । অন্যদিকে বিজেপি মহারাষ্ট্রের সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে নির্বাচন কমিশনের পদক্ষেপকে ‘গণতন্ত্রের সবচেয়ে বড় বিজয়’ বলে বর্ণনা করেছেন।
উল্লেখ্য, গত বছর একনাথ শিন্ডে বিদ্রোহ করার পর থেকে দলের ধনুক ও তীর প্রতীকের জন্য তার সঙ্গে উদ্ধব ঠাকরের লড়াই চলছে । কমিশন পর্যবেক্ষণ করেছে যে শিবসেনা দলের বর্তমান সংবিধান অগণতান্ত্রিক। কোনো নির্বাচন ছাড়াই অগণতান্ত্রিকভাবে একটি গোষ্ঠীর লোকদের পদাধিকার বলে নিয়োগ করা হয়েছে। এ ধরনের দলীয় কাঠামো আত্মবিশ্বাস সৃষ্টি করতে ব্যর্থ হয় । এদিকে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর উদ্ভব ঘনিষ্ঠ সঞ্জয় রাউত জানিয়েছেন,তারা নতুন দল ও প্রতীক তৈরি করবেন । মানুষ তাদের পাশে আছে ।।