এইদিন ওয়েবডেস্ক,বিওয়ানি(হরিয়ানা),১৭ ফেব্রুয়ারী : হরিয়ানার বিওয়ানি জেলায় একটি বোলেরো গাড়িতে থেকে উদ্ধার হয়েছে রাজস্থানের ভরতপুর জেলার দুই যুবকের দগ্ধ মৃতদেহ । নিহতদের নাম নাসির (২২) ও জুনায়েদ ওরফে জুনা (৩৫) । দু’জনেই রাজস্থানের ভরতপুর জেলার ঘটমিকা (Ghatmeeka) গ্রামের বাসিন্দা । গত বুধবার তাদের অপহরণ করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় ১০০ কিমি দূরে বিওয়ানির লোহারুর কাছে গাড়িতে পোড়া মৃতদেহগুলি পাওয়া যায় । চারচাকা গাড়িটিও কার্যত ভস্মীভূত হয়ে যায় ।
ভরতপুরের এসপি শ্যাম সিং বলেছেন যে মৃতের আত্মীয়দের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । অভিযুক্তদের সন্ধানের জন্য একটি দল গঠন করা হয়েছে ।
নিহতদের পরিবারের অভিযোগ,বজরং দলের কর্মীরা ওই দু’জনের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ তুলে অপহরণ করে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেছে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বজরং দল । তারা দাবি করেছে,এই জঘন্য কাজের পিছনে বজরং দলের কোনো হাত নেই । অন্যতম অভিযুক্ত মনু মানেসার বলেন, এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর প্রচার করা হচ্ছে । আমাদের দল কখনই এই কাজ করতে পারে না । পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করুক ।’।