এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১৭ ফেব্রুয়ারী : বৃহস্পতিবার গভীর রাতে আসামের যোরহাট (Jorhat) শহরের চক বাজারে (Chwok Bazar) বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০০ টি দোকান ভস্মীভূত হয়ে গেছে । খবর পেয়ে দমকলের ২৫ টি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে । কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে খবর । প্রাথমিকভাবে দমকলবাহিনীর অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত । আধিকারিকরা জানিয়েছেন, আগুন নেভানোর জন্য নিকটবর্তী শহর টিটাবর, মারিয়ানি এবং গোলাঘাট জেলা থেকে অতিরিক্ত ফায়ার টেন্ডার আনা হয়েছিল । তবে কোনো হতাহতের খবর নেই ।
যোরহাট শহরের কেন্দ্রস্থলেই রয়েছে চক বাজার । পরস্পর সংলগ্ন হাজার খানেক দোকানপাট রয়েছে । অধিকাংশই মুদিখানা, মনোহারী ও কাপড়ের দোকান । বৃহস্পতিবার সন্ধ্যায় একটি দোকানে আচমকা আগুন ধরে যায় । নিমেষের মধ্যে আশপাশের দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে । দমকলবাহিনীর প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও তার আগেই দুই শতাধিক দোকান ভস্মীভূত হয়ে যায় ৷ আসামের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী যোগেন মোহন ঘটনাস্থলে পৌঁছেছেন । শুক্রবার ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি । উল্লেখ্য, বিগত দুই মাসের মধ্যে জোড়হাটে এনিয়ে দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল । ডিসেম্বরে একটি বড় অগ্নিকাণ্ডে মাড়োয়ারি পট্টি এলাকায় বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায় ।।