এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ ফেব্রুয়ারী : চির ঘুমের দেশে চলে গেলেন ভারতীয় ফুটবল কিংবদন্তি তুলসিদাস বলরাম । দীর্ঘ অসুস্থতার পরে বৃহস্পতিবার কলকাতায় মারা গেছেন তিনি । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর । পরিবার সূত্রে জানা গেছে,গত ২৬ ডিসেম্বর মূত্রনালীর সংক্রমণ ও পেটের সমস্যার কারণে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়নি । শেষ পর্যন্ত বৃহস্পতিবার দুপুর ২ টা ন্সগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
তামিলিয়ান মুথাম্মা এবং তুলসিদাস কালিদাসের ঘরে ১৯৩৭ সালের ৪ অক্টোবর জন্মগ্রহণ করেন তুলসিদাস বলরাম । তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন। এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী এবং অলিম্পিয়ান তুলসিদাস বলরাম ১৯৫০ এবং ৬০ এর দশকে ভারতীয় ফুটবলের ‘হোলি ট্রিনিটি’-এর অংশ ছিলেন । সাতটি মৌসুমে ১৩১ টি গোল করেছিলেন তিনি । অর্জুন পুরস্কার সহ অনেক পুরস্কারে তাঁকে সম্মানিত করা হয় । অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ফুটবল কিংবদন্তির সম্মানে তিন দিনের শোক ঘোষণা করেছে ।।