এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১১ মার্চ : বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি-তৃণমূলের মধ্যে উত্তেজনা ছড়াল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে । উত্তেজনার মাঝে বিজেপির এক নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । মারধরের জেরে দিপু ঘোষ নামে ওই বিজেপি নেতার মাথা ফেটে গেলে দলীয় কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । এই ঘটনায় বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত বিজেপি নেতা । ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।
এদিন সকালে চার কেন্দ্রের তৃণমূল ও বিজেপির প্রার্থীরা একসাথে বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে এলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ।
শ্লোগান দেওয়া এবং মাইক বাজানো নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয় । তা থেকে দু’পক্ষের কর্মীদের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ বেধে যায় ।
বিজেপির বিষ্ণুপুর গ্রামীন মণ্ডল সভাপতি শ্যামাপদ আচার্যের অভিযোগ, ‘সেই সময় আমার মণ্ডলের যুব মোর্চার সহ সভাপতি দিপু ঘোষ একজনের সঙ্গে পাশেই চায়ের দোকানে চা খেতে গিয়েছিল । তখন তৃণমূলের চার কর্মী এসে বিনা প্ররোচনায় দিপুকে মারধর শুরু করে । দিপুর মাথা ফেটে রক্ত বেরুতে থাকলে ওই তৃণমূল কর্মীরা পালিয়ে যায় । এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।।