এইদিন ওয়েবডেস্ক,দুশানবে,১৬ ফেব্রুয়ারী : মধ্য এশিয়ার দেশ পূর্ব তাজিকিস্তানে ধারাবাহিক তুষারধসে (avalanche) ১৫ জনের মৃত্যু হয়েছে । গত কয়েকদিন ধরে প্রবল তুষারপাতের পর চীন ও আফগানিস্তানের সীমান্তবর্তী বাদাখশান অঞ্চলে ৫০ টিরও বেশি তুষারধসের ঘটনা সামনে এসেছে । প্রাদেশিক রাজধানী খোরোগ এবং আশেপাশের শহরগুলিতে প্রায় ২০ টি ভবন ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । ৪০০ টিরও বেশি পরিবারকে বিপজ্জনক এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তাজিকিস্তান সরকারের জরুরী অনুরোধে সাড়া দিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে আগা খান এজেন্সি ফর হ্যাবিট্যাট (AKAH) ।অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রশিক্ষিত দল মোতায়েন করেছে একেএএইচ । ভারী তুষারপাত অব্যাহত থাকায়, একেএএইচ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকেদের স্থানান্তর করতে এবং বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আশ্রয় প্রদানে সহায়তা করছে।
প্রবল তুষারপাতের কারনে বাড়িঘরের পাশাপাশি সড়কপথগুলিতে যানবাহন চলাচল প্রভাবিত করেছে । সরকার বলেছে,সমস্ত আন্তর্জাতিক যানবাহন চলাচল স্থগিত করে দেওয়া হয়েছে । প্রাদেশিক রাজধানী খোরোগের মেয়র রিজো নাজারজোদা প্রবল তুষার ও বৃষ্টিপাতের কারণে এলাকার ৩০ হাজার বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন ।।