এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,১৫ ফেব্রুয়ারী : ব্রিটেনের রাজ পরিবারের হেফাজতে রয়েছে ১০৫.৬ ক্যারেটের কোহিনূর হীরাটি ৷ এটি বিশ্বের বৃহত্তম কাটা হীরাগুলির মধ্যে একটি । ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি ভারত থেকে লুট করে ব্রিটেনের রাণী ভিক্টোরিয়ার কাছে পেশ করে । তারপর থেকে এটি রাজপরিবারের গহনা সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ধরা হয় । হীরাটি শেষবার রাণী এলিজাবেথ দ্বিতীয়ের মুকুটে দেখা গিয়েছিল । কিন্তু ২০০২ সালে তার মৃত্যুর পর থেকে এটি সর্বজনীন প্রদর্শনের জন্য রাখা আছে । কিছুদিন ধরে জল্পনা চলছিল আগামী ৬ মে রাজ্যাভিষেকের সময় রাণী এলিজাবেথ দ্বিতীয়ের মুকুটটি বেছে নিতে পারেন ব্রিটেনের বর্তমান রানী ক্যামিলা । কিন্তু এখন শোনা যাচ্ছে তিনি যে মুকুটটি বেছে নিয়েছেন তাতে কোহিনূর হীরা থাকবে না । বাকিংহাম প্যালেস জানিয়েছে যে ক্যামিলা রাজ্যাভিষেকের জন্য রানী মেরির মুকুট বেছে নিয়েছেন । এটি কুলিনান তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হীরা দ্বারা খচিত । সেই কারনে আগামী ৬ মে উদযাপনের জন্য লন্ডনের টাওয়ারে প্রদর্শন থেকে রানী মেরির মুকুট সরিয়ে ফেলা হয়েছে ।
প্রসঙ্গত, ভারতের পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তানও কোহিনূর হীরার অন্যতম দাবিদার । সেই কারনে ব্রিটেন চায় না যে কোহিনূর নিয়ে ভারত, পাকিস্তান বা আফগানিস্তানের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হোক। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ব্রিটেন ভারতের সঙ্গে সুসম্পর্কের তৈরির বিষয়ে অনেক সতর্কতা অবলম্বন করছে । কোহিনূর হীরার কারনে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হোক সেটা তারা চাইছেন না । তাই অযথা বিতর্ক এড়াতে বাকিংহাম প্যালেস কোহিনূর হীরাকে এড়িয়ে চলতে চাইছে বলে মনে করা হচ্ছে ।।