দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৫ ফেব্রুয়ারী : জমির রেকর্ড সংশোধন নিয়ে হয়রানির অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ভূমি ও ভূমি সংস্কার অফিসে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । বুধবার বেলায় অফিস খুলতেই মঙ্গলকোটের বরুলিয়া গ্রামের বেশ কিছু বাসিন্দা অফিসের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । বিক্ষোভকারীদের অভিযোগ, জমি জায়গার রেকর্ড সংশোধন করতে এসে ভূমি সংস্কার অফিস থেকে তাদের চুড়ান্ত হয়রানি করা হচ্ছে । বছরের পর বছর ধরে বরুলিয়া গ্রামের চার শতাধিক পরিবারের জমি জায়গার রেকর্ড সংশোধনের কাজ ঝুলে আছে । ফলে তারা কৃষক বন্ধু প্রকল্প পাচ্ছেন না । বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে নতুন এলআর মানচিত্র বাতিল করতে হবে ।
মঙ্গলকোট ব্লকের পালিগ্রাম অঞ্চলের অন্তর্গত বরুলিয়া গ্রাম । গ্রামের সিংহভাগ মানুষই কৃষিজীবি ।
গ্রামবাসী শেখ রিপন, মমিজুল হকদের কথায়, বরুলিয়া মৌজায় বাস্তু ও শালি জমি মিলে ১ থেকে ২২৮৯ পর্যন্ত দাগ রয়েছে । কিন্তু সম্প্রতি এলআর রেকর্ড অনুযায়ী নতুন মৌজার মানচিত্র বের হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে এক জনের জায়গা অন্য জনের নামে রেকর্ড হয়ে গেছে । সংশোধন করার জন্য ২০১৭ সাল থেকে আমরা ভূমি অফিসে এসে ঘুরে ঘুরে যাচ্ছি । ডিএলআরও অফিসেও বহুবার গেছি । কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না । তাই বাধ্য হয়ে এদিন আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম ভূমি সংস্কার অফিসে ।’
এই বিষয়ে মঙ্গলকোট ব্লক বিএলএণ্ডএলআরও রাহুল ঘোষ বলেন,’কম্পিউটারে কিছু সমস্যার জন্য এসব ভুলত্রুটি হয়েছে বলে মনে হচ্ছে । মৌজার নতুন মানচিত্রে গোলমাল আছে কিনা খতিয়ে দেখা হবে ।’।